Samokal Potrika

ঘিরে ফেলছে I যাবতীয় অন্ধকার I গিলে ফেলছে l

দেশভক্তির ধূপ ধূনো ছাপিয়ে ৷ পচা গলা লাশের গন্ধ I

লাশের চেতনা নেই ৷ চেতনার লাশ আছে ৷ অবক্ষয় I

পিষে দাও অ্যানার্কি I দেশদ্রোহী পিষে দাও I গণতন্ত্র I

ছাড়িয়ে নাও চামড়া I কাপড় খুলে নাও I

গো-বাহিনী I

ধূয়ে ফ্যালো রক্ত I সন্তাপ অব্যক্ত I

ঢেকে ফ্যালো I

মিছিলে বুভুক্ষু মুখ I পিঁপড়ের সারি I মেরে ফ্যালো I