Samokal Potrika

জেগে উঠে নয়

ঘুমানোর আগে

চিহ্নটি আঁকি

 

এই লিঙ্ক ধরে ধরে

যেতে হবে--স্রোতে

 

জন্মের মিছিলে...

 

মৃত্যুমুহূর্তের চিন্তা

পরজন্মে সহজাত।