Samokal Potrika

ঢেউ এলে ভেঙে  ফেলি নীরব জন-স্রোত!

পাতা ঝড়ার মরশুম।

মুঠো  মুঠো রোদ নিয়ে ছুটে যাই তটরেখা জুড়ে

আছড়ে পড়ি,সূর্যমুখী আমি।

রাত ভোর হলে পক্ষীরাজের ডানা দুটো

ব্যাগে পুড়ে, তৈরী হই-

আমার দশটা পাঁচটা অফিস

অবিবাহিতা, বয়স একুশ।