Samokal Potrika

ছন্দায়নের পরতে লেগে আজ ও মন ঘেঁষা কত কথা, 

স্পর্শ ভেজা শিশিরের ইতিবৃত্তে - 

ছলনার জালে নিশুতি রাত.. 

দম ফাটানো কান্নারা জমে.. অভুক্ত ভালবাসার শিরোনামে, 

বাক্যহারা সমান্তরাল কিছু অভিমানী মেঘ-ভালবাসা খুইয়ে নীলচে খামে.... 

ডায়েরীর পর ডায়েরীর বিস্তৃত পরিধি জুড়ে- ভিড় জমানো অবিন্যস্ত ফ্ল্যাশব্যাকের প্রেম... 

পাগলাঝোরায় মশগুল বরফ ভাঙা উত্তুরে বাতাসের প্রেমালাপে, 

আমার শুকনো বুকের অতীত খুঁড়ে ছুটে চলে- নতুন প্রেমের আগমনী

প্রতি রাতের দূরত্ব মাপি আলোকবর্ষের ইনফো কচলে - স্মৃতিরা তখন কোলাজে, 

 

মনের ট্রেসিং এ তোকে আঁকতে চেয়ে থমকে গেছি-- অজানা ভয়ের মায়াজালে, 

তবু ও তোকে ভালোবেসেছি কুয়াশার অন্তঃরাজ্যের সীমানা ছাড়িয়ে, 

তোর গুঞ্জনে মরুর বুকে প্রেম উথলে - চিরহরিৎ এর আড়ালে, 

মৌমাছির বুকে ছন্দলিপি অক্ষর মাঝে- মধু খুঁজে যায় আমার মনের কুঞ্জবনে...

ছন্দায়নের পরতে লেগে আজ ও মন ঘেঁষা কত কথা I