Samokal Potrika

        সন্ধ্যা নামছে চৌমাথায়

        রোজই নামে ;

       একে একে ঘরে ফিরছে আনন্দ-ক্লান্তি-সাফল্য-ব্যর্থতা ।

       গলির মাথায় তখনও জনা দশেক যুবক সাম্যবাদের স্লোগান দিচ্ছে ,

       ওপার-এপার মিলে যাচ্ছে

       শাঁখ-উলু-ধূপে।

      উদাস প্রেমিক শেষ বারের মতো

      নিয়নের আলোয় দেখে নিচ্ছে চিরকুট ;

      জেহাদীরা অস্ত্রে শান দিচ্ছে ,

      দূরে সানাই বাজছে

     আলো কমে আসছে খুব দ্রুত গতিতে ;

 

     কিন্তু এই অস্পষ্ট আলোর মধ্যে শুধু দূরে হেঁটে যাচ্ছেন কবি

      তার পিঠে তখনও একরাশ কবিতা .................,

     আসলে সবাই অধীর আগ্রহে অপেক্ষারত ;

     রাত ফুরিয়ে কখন দিন আসে ,

    কখন তাদের এইসব  কবিতা গুলি

    কবির পিঠ থেকে নেমে এসে ,

    জন্ম নেয় সবার মাঝে ।