Samokal Potrika

শীত মানেই গায়ে কাঁটা
হিমেল হাওয়া ঠোঁট ফাটা
শীত মানেই পিঠে পায়েস
নতুন গুড়ের দারুণ আয়েশ
শীত মানেই ওম, লেপ কম্বল
কারো নগ্ন শরীর, কাঁপুনি সম্বল
শীত মানেই মিষ্টি চড়ুই ভাতি
যাত্রা সার্কাস মেলার মাতামাতি
 নবান্ন আর নতুন মন আহার
দুষ্টু আদর, রোদেলা বাহার
শাক সব্জী চাষির যাপন হাসি
এমনি করেই শীতকে ভালোবাসি