Samokal Potrika

আমার পূজোর সাঝী 

ফুলেই না -রাজি !!!

সাজে -না -বাসরঘর। 

আমি তাঁহার নয়গো আপন!!! 

সে---- নয়, আমার পর ----

 

আমার ক‌ইতে কথা ---

কাঁপিছে হৃদয়!! 

উজান অভ্যুদয়ে, 

তাঁহার নয়ণে কি, মিলিবে নয়ণ? 

বিষন্ন অভিমানে।

 

হার না মানা হারখানি মোর 

পরায় কাহার গলে 

আশার তীরে আছিনু বসি 

নয়ণ দোসর মেলে। 

 

কি করি সে নিজেরে করি বারণ! 

বাজিতে নৃক্কণী চরণ! 

নিরাশনিশি ধরিতেই, 

আমি প্রেম কর্দমমাখি আঁখি চেয়ে থাকি 

তব বিষন্নমূর্তি গড়িতেই।।