Samokal Potrika

এতোদিন পরে আচমকা 

আমার চালভাজা খাওয়ার কথা

কোন খবর হতে পারে না

 

কিংবা ধরো ...

পটলের মতো দেখতে

লেড়ো বিস্কুট খেলাম গত সপ্তাহে 

এটাও কোন খবর শিরোনামে আসে না

 

তবু এরাই আমার 

বেখবরী ছেলেবেলার প্রথম পাতার খবর

 

হঠাৎ আবদারে 

মায়ের হাতে চালভাজা 

আর কেশবদার দোকানে লেড়োর 

মরচে পড়া খবর

আমাকে এখনো সোঁদা গন্ধের কাছে

বন্ধক রেখেছে ।