Samokal Potrika

কেউ কি বোঝে কারোর আকাশ?

কোথায় খুঁজে পায় নিজেকে

ছড়িয়ে দিয়ে কুড়িয়ে নেওয়া

সতেজ গুল্মরাজি

 

আমি তো দেখি শুষে নেওয়া মাটির রস

স্বার্থের কর্কটরেখায় শেষতঃ শূন‍্যে ধাবমান

 

এসো, অপরিচিতের মত গ্রহন করি

বিপরীতের অবস্থানকে

 

সে যেন শব্দ-সিঁড়ি গেঁথে ডেকে নেয়

তাঁর পিছনের ঝাউয়ের সারি।