Samokal Potrika

মনের ক্যানভাসে লিখে রেখেছি স্মৃতির স্মারকখানি,

পারিনি কো তারে দিতে আজও খাম সে আসমানী।

কলেজের সেই নবীনবরণে প্রথম যেদিন হল আলাপন ,

সেদিন হতে তুমি রয়ে গেছ মনে ওগো মোর নিরুপম !

পার্কের সেই আড্ডা মহলে ছিলেম শুধু তুমি-আমি,

শ্রোতার আসনে বসে আমি বক্তা ছিলে তুমি।

গাঙ-স্টীমারের আসা-যাওয়ারা সাজিয়েছিল দৃশ্যপট,

আজও অবিরত সেই আসা-যাওয়া,

শুধু অশ্রুধারা গড়েছে ইমারত !

ভার্চুয়াল জগতে সবুজ আলোর ভিড়ে চোখ খোঁজে শুধু তোমারে !

বিচ্ছেদ জানি বদ্ধপরিকর আশারা তবুও অক্ষত, অকারণে !