Uploaded On : January 10, 2018
রোজকার রাস্তায় ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে ছায়াগাছ,
সবুজগুলো বাদামি
মোড়ে মোড়ে ছিঁড়ে যাওয়া বিজ্ঞাপন,
আচমকা উড়ে তোমার গলিতে বাঁক নেয়।
একটা মালীর জীবন নিই,
জলঝারি হাতে
চারাগাছ ভেজাই কিছু গোপন,
এত যে ধোঁয়া, ধূষণ
পাক না একটু সবুজ।।