Samokal Potrika

নখের আঁচড়ে স্বাদ নিয়েছি,
তোমার আঢাকা শরীরে।
এই সমাজের জীর্ণ কোণায়,
বলতে পারো! ভাঙবে কোন মোচড়ে।
আমরা মানুষ, নই নপুংসক!
নই কাপুরুষ।
ধর্ষক শুধু বিকার গ্রস্ত নামহীন জিন!
আমরা কেবল পুরুষ।
সব পুরুষের রক্ত লেখায়,
নেই হিংস্রতা!
মানব মনের দন্ড মেনে
মহিলার সম্ভ্রম দাতা।
তবু বেঁচে এই শিরোনাম
'ধর্ষকই পুরুষ!'
না! কখনো মানিনা!
আমরা শুধুই মানুষ।
মানুষের ছেঁড়া কাঁথায়
মানুষের সুখে দুঃখে,
সকল বেদন ব্যথা
সকল মন্দ বাঁকে!
আমরা পুরুষ নামে
রক্ষাকর্তা।
ধর্ষক তো তাঁরা,
মনে আছে মানবিক সংকীর্ণতা।