Samokal Potrika

ছুঁয়েছি . ছুঁয়েছি জলকে 

ছায়া মাড়িয়েছি অলোখ্যে , অলক্ষ্যে 
সাবধানে থেকে অসাবধানতায় হাত রেখেছি ..

অনিশ্চিত , অসম্ভবের বাসা বুকে নিয়ে নেমেছি রাস্তায় 
কেবল অ- সুরের পথ চলার , হাঁটতে হবে বলেই 
এগিয়ে যাওয়ার নামই “ আমার “ 

ভিক্ষাপাত্র সাথে সময় , এ যেন সম্মুখে এসে দাঁড়িয়েছে 
বিষাদভরা অসময়ের রূপে .