Samokal Potrika

তোমার কণ্ঠে হৃদ ছুঁয়ে যায় 
দূর গগনের গায় 
আমার গহীনে মালকোষ বাজে 
নূপুরের তাল পায়ে ।

তোমার পরশ হৃদ ছুঁয়ে যায় 
আলগোছে আনমনে 
আমার ভোরের স্বপ্নআকাশ 
জেগে থাকে সুনয়নে ।

কেন যে কি করে তুমি পরাধীন 
জীবনের মানে খোঁজো
ইচ্ছে পাখী ডানামেলে দিয়ে 
আকুল সাগর জোঝো ।

শঙ্খচিলের উদার কান্না 
তুমিতো শোনোনি কখনো 
আকাশ শুধুই মেপে রেখেছে 
একযোগে রেখে জেনো ॥