Samokal Potrika

এখন  প্রতিবাদ  করতেও  ভয়  করে

এই  যদি  কেউ  ট্রিগার  চেপে  ধরে  !

ঘরেআমার লাজুক লতা

অবর্তমানেযদি তার কাপড়  টেনে  ধরে !

একথা তোসর্বজনে  জানা  দোষীর  চেয়ে  বেশি  নির্দোর্ষীরায়  মরে ।

এখন  প্রতিবাদ  করতেও  ভয়  করে ।

মা- বোনোরাধর্ষিতা  হয়  দিনে রাতে

বিদগ্ধ  সমাজ  পিঠ  বাঁচিয়ে  রাস্তা  হাঁটে ।

মাষ্টারমশাই  দেখলে  পাছে

লাশ পড়ে যায় মধ্যরাতে ।

কার  বিরুদ্ধেই  বা  বলব  কথা , শাসক  নাকি  বিরোধী !

সবাই আসলে ক্ষমতা লোভেয়   ছোটে

জিতে  গেলেয়  মুড়িয়ে  যায়  প্রতিশ্রুতির  নোটে  !

নেতাগুলো  চুরি করে

আমলাগুলো হিস্যা বোঝে ।

রইল পড়ে আর এক জাতি

মূর্খ জনগণ শুধু স্বপ্ন দেখে ।

পুলিশগুলো আজন্ম অন্ধ আবার

না জানি কাকে ধরতে কাকে ধরে ।

এখন প্রতিবাদ করতেও ভয় করে ।

তার চেয়ে  বরং বোবা  থাকায় শ্রেয়

এ  কথা সর্বজনে  জানা ।

চারিদিকে  ছড়িয়ে  অজস্র  শুয়োরের  বাচ্চা

তবু  শুয়োর  বলা  মানা ।

ভয়ের জ্বরেই  রোজ কেবলই মরতে মরতে বাঁচি ।

তবু বুক চিতিয়ে গর্ব করি আমরা সভ্য জাতি ।

মাথা নিচু  আজন্মকাল , শিরদাঁড়াটাও  বেঁকে ।

টের পাইনি ভয়ের চোটেই  কখন মোদের লিঙ্গ গেছে খসে ।