Samokal Potrika

তোমার শেষ পিছুটানে আজ নেই - 
নিজেকে প্রমাণ করার ভয় , 
সব পাতা ঝরে গিয়ে - গাছের মত নগ্ন হই , 
দূর থেকে কানে আসা সব অভিশাপ 
যেন অভুক্ত ; 
ব্যাথা বর্জিত শূন্য হৃদয় কালো আকাশে মুখ ঢাকে , 
একলা আকাশ চলে যায় দূরে -
হাজার কবিতার মাঝখানে -
দুটো ডানার স্বাদ পাই ; 
নিজেকে মেলে ধরি চেনা অচেনায় - 
পৃথিবীর মাঝখানে ৷৷