Uploaded On : February 10, 2018
কোনদিন প্রকাশ্যে আসে নি
আমাদের চুম্বন ,
কোনদিন কেউ বা কারা
বলতে পারেনি , আমরা
লিভ-ইন করছি কি করছি না ;
কখনও একটাও নিউজপ্রিন্ট খরচ হয় নি
আমাদের জীবনযাত্রা নিয়ে
এই অন্ধ সভ্যতার কাছে
আমাদের নিয়ে কোন এভিডেন্স নেই ;
তাই হয়তো আজ
আমরা কেউ কেউ সমাজ-বিজ্ঞানী
কেউ কেউ সংস্কারক ।