Samokal Potrika

বিষাক্ত চোখের কোনায়
লাল মদিরতা
হানা দেয় দুঃস্বপ্নের মত কিছু চরিত্র।

ভালোবাসার মাস জুড়ে নিছকই 
রঙের ফোয়ারা
নিঃশব্দে এঁকে দেয় যৌবনের তার বেয়ে।

চুমুর পর চুমু প্রেমের পুরু ভেদ করেও
ক্যালোরি ঝরানো 
নিষিক্ত ঠোঁটে জমে যায় বরফ ধূসর।

উন্নীত শরিক হৃদয়ে পেতেছে
নীল মহুয়ার
শর্ত সাপেক্ষে গড়ে ওঠা যমুনার জল।

জীবন্ত জীব কুৎসা ছড়ানোর ভয় ত্যাগ করেও
বারদুয়ারে মুখোমুখি
শৈশব জীবনের কুঁড়ি ছিঁড়ে।

একটি গোলাপ নাকের রন্ধ্র থেকে মস্তিষ্ক শিরায়
শত ফুলের সুরভি সমাহার
শরীর চায় ছ্যাঁকা চোদ্দর কামে।