Samokal Potrika

নিষ্প্রাণ ক্ষয়ীভূত ঘাটের সঙ্গোপনে -
হাজার আলোর মিহি ঝাড়বাতি ;
সময়ের শেষান্তে জানিয়ে যায় -
" পথ ফের পথিক , কেন বাঁচো তাসের অট্টালিকায় ? "

নগ্ন সভ্যতার প্রাসাদ বুক আগলে তখন -
ঘুন ধরা মানসিক চৌকাঠ , 
কড়ি বর্‌গায় জলছবিতে বাঁচে আমাদের অতীত ;

আর তুমি কারুর ঘরে মাথা ব্যথায় হয়ত...!

গুমট ধরা আবছায়ায় মেঘলা মন ;
হাজার বিরহের নিহত কালো ছাঁয়া
ফিরছি আবার আমার পথ , 
শ্মশানের হৃদয় কবর সম নীরবতায়..

তুমি ও গোলার্ধের বিপরীতে , 
হয়ত সমবায় দফতরের পাহাড় ভীড়ে ;
কলমের খোঁচায় সরিয়ে নেবে আমার -
কলঙ্কময় অতীত..! আজানের বারবেলায়..