Samokal Potrika

চাঁদের কলঙ্ক শুধু একা নয়

সাথে আছে আমার একান্ত রাত্রে খালিহাতে শ্লীলতা রক্ষার তাগিদ-

হয় গর্ব, নাহলে অন্ধকার,

একটা রাত্রি সম্পূর্ণ বেঁচে থাকলে আমি অমরত্বের স্বপ্ন দেখি...

 

চাঁদও মিলিয়ে নেয় সমস্ত পাকা হিসাবের ফল,

এখনো কী যেন সাজিয়েছ শেষ পাতে-

হয়ত কখনো সেই সব সত্যিও চাঁদ বুঝে নেবে,

কলঙ্করা ধুলো পায়ে আবার কিছু অক্ষর কুড়বে!

 

সকল মানুষের জীবনে জোটবদ্ধ শেষদিন ফিরে আসে না-

তাদের জন্য 'ণ'কারান্ত রঙ্গমঞ্চ খোলা

সেখানে শ্লীলতা হারালে কলঙ্কও স্বাবলম্বী হয়!

 

আমি আজও একা

কখনো ঈশ্বর আর বৈঠকখানার মাঝে শিউরে ওঠা রাত পেতে রাখি...

 

এখনো সর্বংসহা বলতে প্রামাণ্য কিছু 'হট সিন' আর ক্ষমতা

সমস্ত নীলচে শহরে তারা নিমেষে সৎকার হতে জানেনা আজও...