Samokal Potrika

যে আকাশে অসংখ্য আলোর বিচ্ছুরণ
সেখানে কত দ্রুততে পাল্টে যায় বুকের মোচড়
মেঘের বুক চিরে যে রেখা টেনে যায়
লেখা হয় অবিরাম ক্ষুদ কুঁড়ো

        ওখানে কি মন বলে কিছু আছে ? 
পলকে পলকে সম্পর্কের বাতাবরণ
কাঁথা স্টিচে উঠে আসে কত শত দৃশ্যায়ন

দমকা হাওয়ায় টলে যায় বিশ্বাস
পাইনের ডালে ডালে মোহময় হাহুতাশ

বটের ঝুরি বেয়ে নেমে আসে অসংখ্য মায়া
যে মায়া বয়ে বেড়ায় অগণিত কান্না

গ্রিলের ফাঁকে ফাঁকে যে বাষ্প জমে তাতে  জমাট বাঁধে মৃত্যুর কারণ 
অথচ  জোৎস্নার মায়া কে তুড়ি মেড়ে  উড়িয়ে
ধ্রুবতারা মিটিমিটি হেসে সন্ধ্যা নামায় বুকে
আর ভাঙাচোরা বিছানায়  নয় ছয় স্বপ্নে চোদ্দ আনা উসুল করে রাত জোনাক ।