Samokal Potrika

গ্ৰামের  থেকে শহর টানে

শহর থে‌কে  নগর ,

কোন খানে হায় ফেলব নোঙর

খুঁজতে বেলা যায় ।

 

একলা টানে ভেতর পানে

সকল টানা বাহির তরে ,

কোন ক্ষণে যে থিতু হব

ভাবতে বেলা যায় ।

 

এগিয়ে চলা পথের টানে

পথের তরেই চেনা শোনা ,

কখন ঘরে ফিরবো শেষে

বুঝতে বেলা যায় ।

 

নরের থেকে নারী ভালো

নারীর থেকে  আঁধার ঘন ,

সে আঁধারের ভাষা যে হায়

শিখতে বেলা যায় ।