Uploaded On : February 25, 2018
লবনাম্বু বৃক্ষের শিকড়ের মতো
আপাদমস্তক পৃথিবীও বাড়ছে,
মারিয়ানা খাত থেকে মঙ্গলগ্রহ
উচ্চতার পরিবর্তন মাপছি ভিজে দুহাতে।
স্বপ্ন,সততা,আদর্শগুলো রয়ে গেছে
পুরাতন জামার পকেটে-পকেটবন্দী হয়ে,
বৃহৎ হওয়ার রেশে আমরা
পরস্পরের প্রতিযোগী
উপহার লাশের মেমেন্ট কিংবা
লাল রক্তের যবনিকা।
ক্রন্দনে দ্রবীভূত এলোমেলো বিভ্রান্ত জীবন
আলিঙ্গলের উষ্ণতাকেও অনুভবি সে অনুররন;
তবুও আকাশের চুম্বনের অভিলাশটা মরেনা
পশু হয় না জননী ও প্রিয়ার হাসি সন্তানের আবদার।
তাই অন্তরীপ ও দিপান্তরের মাঝে জীর্ন সুতোয়
আমরা আলোকিত ক্লান্ত ঝাড়বাতি-ঝুলে রয়েছি
আরও আধ কিংবা এক ইঞ্চি বেড়ে যাওয়ার লোভে।।