Uploaded On : February 25, 2018
বরং কাজের কথায় আসা যাক
সভাপতির নির্দেশে চুপ হয়ে গেল কোলাহলরত সভা
শুনুন, যে কোনো মূল্যে ,যে কোনো পরিস্থিতিতে
এবারও সমস্ত ক্ষমতা আমাদের দখলে চাই
রক্ত ঝরে ঝরুক, প্রাণ যায় যাক।
ক্ষমতা আমাদের চাই
ঠিক কিনা বলুন ?
সভা সমস্বরে জানাল ---ঠিক ,ঠিক ,ঠিক।
যুবাদের দিকে তাকিয়ে বললেন---
তোমরাই হবে অগ্রণী সৈনিক
দলে দলে সবাই নামবে রাস্তায়।
তোমরা-তো জানো , ক্ষমতা থাকলে
কত স্বাধীনভাবে বাঁচা যায়।বাঁচার মত বাঁচা যায়
কত সহজেই পেরেক ঠোকা যায় কফিনে।
ক্ষমতাহীন জীবন মৃত্যুর নামান্তর।
চালের মধ্যে কাঁকর মিশিয়ে যেমন ওজন বাড়ানো হয়
তেমনি বৃদ্ধদেরও তোমাদের সাথে নামিয়ে ভিড় বাড়াবে
মনে রাখবে , এই দেশে ভিড় একটা মেজর ফ্যাক্টর।
আমরা পার্টি অফিস থেকে নিয়মিত নির্দেশাবলী পাঠাবো
নির্দেশ পৌঁছে যাবে স্তরে স্তরে
ক্ষমতা কিন্তু আমাদের চা-ই চাই।
একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে বাড়ির দিকে
পা বাড়ালেন বিরক্তিতে বিড়বিড় করতে করতে---
এইসব নেতারা নিজেরা কোনোদিন রাস্তায় নামবেন না
শুধুই ঠাণ্ডা ঘরে বসে নির্দেশ দেবেন
আর ক্ষমতার বড়াই করবেন
যতসব ধান্দাবাজের দল।