Samokal Potrika

ওয়ারড্রবে থর থর শাড়ি সাজিয়ে রাখো.....
সাজিয়ে রাখো তোমার বসন্তের দিনগুলো । 
কাজে লাগবে -
কাজে লাগবে তোমার প্রিয় বর্নমালা সাজাতে । 

নিথর দীঘির পাড়ে বসে আছে বক 
তুমি এখনও দেখোনি.....
দেখো....
দেখো সেই ভাঁটার টানে 
নাও ভাসে সমুদ্রের পানে....
কোনখানে ! 
জানে না শাদা বক.....
সে এখন গাঙচিল হতে চায় 
উড়ে যেতে চায় শস্যভরা দিগন্ত পেরিয়ে দুঃখের সীমান্তে । 
সুখ খুঁজে খুঁজে যায় পড়ন্ত বেলায় ।

ঝঞ্ঝা আসে আলুথালু 
ফাগুনের অকাল বৈশাখী 
উড়ে আনে স্মৃতির শাদা পালক 
আর 
শ্রাবনের নোনা জল । 

হাজার কবিতা....
তবুও বেকাবু হবে না ঝড়ে 
কেননা 
মন শুধু কবিতার খোঁজ করে ;
খোঁজে তোমার উদভ্রান্ত সৈকত....
শাদা বক শুধু নীরব চেয়ে রয় আড়চোখে শব্দ খুঁজে এনে দেবে বলে....

তারপর বয়ে যাবে সমুদ্রের পানে 
নিরালা নিভৃতে 
দারুন ঢেউয়ে ॥