Samokal Potrika

তাই তো শিশির ঝরে সারা রাত

রাতের কুকুর ডাকে চাঁদে যখন গ্রহণ লাগে

গ্রহণ লাগা চাঁদকে কেউ ঘরে তোলে না

খসে পড়ে পাপড়ি সময়

 

আকাশ গোধূলি মাড়িয়ে নদীও বিবাগী হয়

জল বয় স্রোত বারান্দায়

জল কলমির গন্ধ লেগে থাকে,

পানকৌড়ি নামে

 

আমি গ্রহণ মুঠি আলোয় তর্পণ করি

জলে ভাসে প্রগতির লাশ

তবু কোনো গঙ্গা কি মুছে নিতে পারে শোক তাপ ?

আসলে পাতারাও কালো হয়ে ঝুঁকে যায়-

পৃথিবীর দিকেই।