Samokal Potrika

এইভাবে ক্রমে ক্রমে
অবহেলা সয়ে
কৃত্তিকা শেষে আলোয় মিলায়
গাছের উচ্চতা ক্রমে
দৃষ্টির আড়ালেই বেড়ে ওঠে 
শাখায় পল্লবে উদ্ধত আনন্দে
ঝড়ের দোলায় দোলে , 
মৃত্তিকার প্রেম শিকড়ের অঙ্গে
কাটে দাগ , জলের চুম্বনে ভাঙ্গে ঘুম
নিশ্ছিদ্র অন্ধকার নেমে আসে
পাতায় পাতায় , সবুজের নীচে
জমে যায় জলভার , হাওয়া
এসে হাত পাতে শ্বাস বন্ধ করে,
পবিত্রতার প্রতিবিম্ব উড়ে যায়
বাতাসের কাঁধে ভর দিয়ে