Samokal Potrika

প্রস্তাবখানা ছিল মখমলে মসলিন,

বিড়ালে শঙ্কা দিয়েছিল গলিপথে,

ল্যাম্পপোষ্টের ঈষৎ স্বচ্ছ আলোয়

সাইরেন বেজেছিল বিয়োগ সংকেতে ।

দুপাড়াতেই আধভেজা ঘুম,

জানালা দরজায় বন্দি খিল,

মিসাইল,

বোমারুর অভিযানে ভেঙে গেল

জীবনের ছন্দমিল ।