Samokal Potrika

অগুন্তি হারায় অগুন্তিতে।সময় করে ফিরেও তাকাবে না কেউ

নিরাশার নৃশংসতায় এদিকের বিকেলে শব্দ দেয় এটুকু পাখি...

তাকে এগিয়ে নিয়ে যাবো যেখানে থেমে যায় নীলাভর পথ

সেখানে আমরা মানবো না মানব দেহে এরূপ সম্ব্রান্ত একাকী

ছাদে বসে আর কান্না ধোঁয়ায় শ্বাস আটকে খাবো না জল,

বনতল ফেলে কুয়াশায় ছুটতে ছুটতে কতবার তোমার ঠোঁটে

ফেলে আসা,

আমার সর্ব ফুলের ধ্বনি,শুকনো খট খটে খাল বিলের ওপারে,

আত্মায় চাবুকের করতালি শুনিয়ে,যে লিখেছে আট পঙতির  

ভালবাসা,

তাকে দেখেই আমাদেরকে আর কোনদিন শিখতে হয় নি প্রেমের,

আকুলি বিকুলি হাত জড়ো করে নমস্য প্রতিবাদের কাছে

নিয়ে যাওয়া

জেদি উপভোগ্য,

তোমার চোখ ছাড়িয়ে আমি কবেই চলে গেছি দৃশ্য সীমানার

বাইরে,

যেখানে  সিন্ধু সিন্ধু তৈরি হয়,যে অন্তত হবেই একদিন,

তোমার নখের যোগ্য।