Samokal Potrika

আমার কেশ আধা সাদা, 

আধা কালো।

স্কীনেও কোঁচ ধরেছে।

বয়সটাও হোলো বেশ ভালো!

বডিতে রোগও বাসা বেঁধেছে,

গাদা গাদা.......

মনেও জটিলতা জমাট বেঁধেছে,

বহুত বহুত যাদা! ........

জীবনও স্বার্থপরতায় ভরেছে!

তবুও কিন্তু আমি এখনও,

শিশুদের মনের মত,

সৃষ্টি করতে পারি!

আমার লেখা পড়ে এখনও,

তারা খুশি হয় কত! ........

ওদের খুশি দেখতে ভালো লাগে ভারী!

স্বর্গীয় দূতের মত, যত! .......

হৃদয় এখনও,

আমার শৈশবেরই গেছে রয়ে! ........

যদিও বয়সটা চলেছে বয়ে ..........

মৃত্যুর আগমণের বার্তা লয়ে .....

আয়ু যাচ্ছে ক্রমশ ক্ষয়ে......

তবুও আমার হাঁসি যাচ্ছে এখনও কয়ে,

" প্রাণ, হৃদস্পন্দন, ফলো করে আনন্দের ওয়ে! " ...