Uploaded On : March 10, 2018
রাত রোজ ঘুম ফেরি করে ফেরে ,
সারা দিন কাজ সেরে ঘুম হীন শহর জাগে ।
বিদ্যুতের আলো রাস্তা জুড়ে অশরীরী ছায়া সাজায় ।
এপাড়া ওপাড়া ঘুরে কালো কুকুরটা ---
মোড়ের চায়ের দোকানে, নিভে যাওয়া উনুনে উষ্ণতা খোঁজে ।
বকুল গাছটার চোখেও ঘুম নেই ,
চাঁদ তারার আলো আর নাচে না তার পাতায় ।
উঁচু ফ্ল্যাট বাড়ির ঝুল বারান্দায় দোল খায় সে আলো ।
ক্লান্ত শরীর, মানসিক চাপ , ঘুম হীন শরীর
বালিশে মুখ গোঁজে ।
রাত জাগে পানশালার উন্মত্ত জীবন ,
নব বধূ রাত জাগে সুখের কোটরে ,
রাত জাগে বুড়ো কত্তা ভেজাবিছানায় ।
রাত ঘুম ফেরি করে ফেরে ---
ছেঁড়া কাঁথা, ফুটপাত , কোলে আঁকড়ে ধরা শিশু
ঘুম সেখানে বিকায় অবহেলে ।