Samokal Potrika

হয়ত কারোর অভিমান আর ভালোবাসায় নেই তফাৎ

গোপন স্পর্শে সিক্ত হাওয়া অজান্তেই ছুঁয়ে যায় সে হাত

মুখ ভার করে দিগন্তে ফের

আস্কারা পেয়ে নিম্নচাপের

সব সমুদ্র শুষে নিলে চোখ, বুকে ঢেলে দেবে বৃষ্টিপাত

 

মেঘলা যে দিন মন খারাপে নিকষ কালো রঙ মেশায়

অন্ধকারের উন্মাদনা ও ছন্দকারের আর্দ্র সায়-এ :

বাষ্পীয় স্রোতে দ্রবীভূত মন

মহাকাশ থেকে পাঠালে সমন

হঠাৎ করে রামধনুরাও ভিজতে চাইবে এই নেশায়

 

মাথার ভিতর সুপ্ত যে প্রেম, সেও হয়ে ওঠে অস্থির আজ

জলকণা থেকে ধার করা ফ্রেম, হৃদয় জুড়ে করছে কোলাজ

তাই হেটে চলি স্তিমিত এ পথে ;

যদি ফিরে পাই তাকে কোনোমতে,

চায়ের পেয়ালা আঙুলে জড়িয়ে চুমুকে ছোঁয়াব ঠোটের ভাঁজ।