Samokal Potrika

মরণ অন্বেষায় জমি খুঁজি তিমি ও আমি।

ঠেলেঠুলে ফেরৎ পাঠানো হয় সমুদ্রে।

শুঁকি আর শুঁকি।

সব জমি গর্ভবতী।

শুধু দূর আর দূরান্তের... খেজুর আদরে ঘেরা গ্ৰাম।

বিকল্প প্রেমের ধারাবাহিকতা।

ছলাৎমন। 

বিকল্প জমি।

অতলান্তিকে পুরোনো বীণার সুরে...

 বেজে ওঠে সোনারোদ্দুরে চশ্মেবদ্দুর।

সূর্যের ছায়ায় ঢাকা তুমি।

তোমার রাবার সীতা... জোয়ারবতী।

বালুচরে জাগে এক খুঁটিপোতা আশ্রয়।

সাগরপারের শ্যাওলা চেনা যায় নি।

দেখি কি লিখছো বলে নখে তুলে নিলে সাগরনাগলতা,

তখন কমলালেবুর জোছনায় তুমি অবশ।

জমি জুড়ে বিষমাশরুম...

ভাঁজফেলা হাওয়া পায়রাচিঠি।

বালুরঙা ইচ্ছে দলিল।

তালুতে তীব্র এক ফল্গুরেখার যাওয়া আসা।

দিন ছিল।

রাত দিয়ে কাটা।

স্মৃতি হারানোর হিসেব দাবি করি।

বসবাস বসবাসে ভরা সহবাস।

তোমার আঁকা বৃষ্টিতে ভেজে কথামালা।

কমলা সুন্দরীর রাতকানা টুনিবাল্ব।

সমুদ্র ছায়াআবডাল চায় দিনদাহারে।