Uploaded On : November 9, 2017
কেন তাকাও ওরকম করে?
হেসে খেলে বসন্ত এসে পড়বে যে।
আমি জানি, মানি, তুমি পারো বসন্তকে আটকে দিতে
বসন্ত তোমায় ছাপিয়ে যেতে পারে না।
তুমি দৃষ্টির আদেশ না দিলে পলাশ ফুটবেনা,
তুমি না চাইলে বসন্ত বাতাস বইবে না।
দয়া করো থমকে দাঁড়াক বসন্ত তোমার আদেশে তোমার পদতলে।
তোমার অঙ্গুলি হেলনে বসন্ত আসুক,
সময়ে’র কালক্ষেপে সে বিদায় নেবেই।
তুমি অবিচল থেকে গ্রীষ্মের, বর্ষার, রুপ নেবে।
তোমার কাছে অনুরোধ চলে, আবদার চলে,
তুমি আমার ঈশ্বর.....