Samokal Potrika

এ-দেশের ছবি ভীষণ রঙিন,  আবিরে ঢাকা শহরতলি;

ও-দেশে বইছে অশ্রু-বন্যা,  হাজার শিশুর রক্ত-হোলি।

 

এ-দেশে যখন কোকিলগুলো   বসন্ত-গীতি গাইছে বেশ,

ও-দেশে তখন সহস্র প্রাণ   হচ্ছে গুলি-বোমায় শেষ।

 

এ-দেশে যখন এক বসন্তে   প্রেম জাগছে মনের কোণে,

ও-দেশে তখন মৃত্যুভয়ের   আর্তনাদ কে-ই বা শোনে?


এ-দেশে যখন নিজস্বীতেই   মাতোয়ারা সব প্রেমিক যুগল,

ও-দেশে তখন শিশুর মুখে   চার-চারটি বন্দুক-নল।


এ-দেশে যখন শিশুর দাবি,  “বাবা, এবার দামি রঙ চাই”,

ও-দেশে তখন শেষ আবদার,  “মা গো, আমি বাঁচতে চাই!”

 

এ-দেশে যখন রঙের জোয়ারে   রেঙেছে সকল অলি-গলি,

ও-দেশে তখন বোমা ও বারুদে   মৃত্যু খেলছে রক্ত-হোলি।