Samokal Potrika

বাবা মানে আলোর উৎস, জন্মের পরেই হাতধরা।
বাবার কোলে পরম আদর আর স্নেহের প্রতিভাস।

বাবার মাথায় চরম বোঝা, সন্তানও এক ফসল।
সুখের সময় শান্ত মেজাজ, অশান্তিতে রোখা।

বাবা মানে অসুখ বেলা শিয়রে জেগে পাহারা।
বাবার দেনা যতই থাকুক, ওষুধের জোগাড় আনা।

বাবা মানেই মাইলের পর মাইল পায়ে হাঁটা।
রোদ-বৃষ্টি ঠান্ডায় বংশধরের রক্ষাকবচ।

বাবা মানে ছেঁড়া জামা, কখনো খালি গা বেশী
সন্তানের শরীর ঢাকতে ভুরি ভুরি আয়োজন।

মুখের কথা মুখেই থাকে, আবেগাশ্রুত রাঙা গাল।
পরিশ্রমের ভিড়েও খোঁজে সে দুরন্তর হাসি মুখ।

বাবা মানে বুকে পাথর বসিয়ে কান্না চেপে রাখা।
শত কষ্টেও শিশুর মুখে খাবার তুলে দেওয়া।

বাবা হলেন জন্মদাতা পরম পূজনীয়, ধর্ম ধ্বজা।   
চরিত্রের মজ্জায় গাঁথা শক্ত প্রেমের নোরা।

সন্তানের ভালো হলেই ভাসে এক সমুদ্র উছ্বাস।
আগামীর সুখ যেন অফুরন্ত সৌর শক্তির কেন্দ্র।