Samokal Potrika

যেমন করে কান্নাহাসির দিন

তোমার আমার পোড়াপাথর যত

দেখে এলাম হলাম ক্ষণিক নত।

 

পাহাড় এমন সুর ধরেছে বুকে

তোমার আমার চোখে লাগায় ঘোর

ঘুরে এলাম চাঁদনি রাতের মত।