Samokal Potrika

"চাঁদের গায়ে চাঁদ লেগেছে 

আমরা ভেবে করবো কী?" 

মন জুড়ে আজ মেঘ করেছে

বৃষ্টি হবে! ভিজবে তুমি? 

 

তোমার আকাশ আজও রঙিন

প্রেমের কাছে তোর অজস্র ৠণ।

মনটিকে কেন খেলনা ভেবে

এসেছিলি শুধু শরীর পেতে।

 কান্নাকাটি করতিস তুই 

বুকের কাছে রেখে মাথা

আলতো চুমু দিতেম এঁকে

তোর কপালে ।

রাখলি না মান ভালোবাসার 

মিছে কথা আর ছলচাতুরি 

পারবি কি তুই করতে প্রমান 

ছলনা মোর ভালোবাসার ।