Samokal Potrika

১.

ভুলতে চাই সমস্ত অতীতের দিন। 

ভুলে যেতে চাই তোর সাথে কাটানো সব সুন্দর মুহূর্ত গুলো। 

শুধু যেন তোর দেওয়া আঘাত, বিশ্বাসঘাতকতা, কষ্ট এগুলোই যেন রয়ে যায় আমার সাথে। 

কারণ, সুখ স্মৃতি গুলোও তোর মতোই স্বার্থপর, বিশ্বাসঘাতক।

কষ্টগুলো কিন্তু আজও আমার দোসর।

আমার সমব্যথী। 

আমি যখন রাতের আধাঁরে বালিশ ভেজাই ওরাই তখন আমার চোখ মুছিয়ে দেয়।

পর দিন সকালে আমাকে নতুন করে বাঁচতে শেখায়।

 

২.

কি হয়েছে তুই আমার জীবনে নেই তো? 

মরেছি কী??? 

বেঁচেই তো আছি,  আমি তো বলবো ভালোভাবেই বেঁচে আছি ।

সৃষ্টির এক অমোঘ নেশায় পেয়েছে আমাকে।

আমিও যে সৃষ্টি করতে পারি তা তো ভুলেই গেছিলাম।

শুধুমাত্র একটি অনুরোধ যে ঐ ছেলেটিকে ঠকাস না।

যে ভালোবাসা আমার কাছ থেকে পেয়েছিস তার দাম আমি চাইনা।

কিন্তু ঐ ছেলেটার ভালোবাসার মানটা রাখিস।