Samokal Potrika

আকাশ ঘিরে সাদা মেঘ

করছে ছুটোছুটি।

পূজোর মাঝে বৃষ্টি তুই

করিসনে লুটোপুটি।

সারা বছর বসে থাকি

অনেক অপেক্ষায়

তুই যদি না কথা শুনিস

আড়ি আমার তাই।