Samokal Potrika

জাগরণের ভিতরে মূর্তির লাবণ্য

ভিজে গেল

 

পালাতে পালাতে স্বপ্নের ভিতর ঢুকে

দেখি,--এতক্ষণ আমি-ই

ভিজে গেছি--ঘামে।মূর্তি নয়।

 

এখন এ লাবণ্য বিষয়ক প্রশ্নটি

দু-নৌকায় চেপে সম্ভাব্য বিস্মৃতির পূর্বে

আমাকে স্মৃতিতাড়িত করে--

 

আলো কোথায় বেশি পড়ে?

স্ফূটন কোথায় অধিক?

 

স্বপ্নের ভিতরে

কিম্বা জাগরণে?

 

এই অমীমাংসিত সমস্যাটি

আমাকে পৃথিবীর যে কোন চিত্রের সম্মুখে

দাঁড়িয়ে তার কালো রঙের স্ট্রোকগুলির প্রতি

আকৃষ্ট করে।