Samokal Potrika

                মেঘ জমেছে বাবার চোখে
             নোনা জলে ভিজছে সাদা থান।
                  নিঃশব্দে ভাঙে পাহাড়
             একলা ঢেউয়ে ভাসছে দিন রাত।
                একতারাতে বাউল সুর গেঁথে
                  জীবন গান অন্য ভাবে।
                 ভাঙা পথে পায়ে মোচড়
                কাঁধে বোঝা নেমেছে বুকে।।