Samokal Potrika

নিজের মতো চলতে গেলে-

একটা শিকল নেয়া ভালো

সময়মতো গলিয়ে নেওয়া যাবে বুকে

প্রতিবার ভালোবাসার সময় মুছে আসে

তার থেকে একটু সময় লিখে রাখা যাক

প্রয়োজনরিক্ত মানুষটার পাশে

বিপদসীমা অতিক্রম করে ভালো লাগালে

চুমু খাওয়ার পর্বটার দ্রুত সরণ ঘটে

তারা খসা শুরু হলে যেমন –

আকাশের উপরের শূন্যতা কেঁদে ওঠে ফুঁপিয়ে

মনে হয় সারারাত জেগে জেগে

স্বপ্ন দেখতে হবে আগুনে স্নান করে।