Samokal Potrika

শোষিত নিপীড়িতের কান্না আর—

বুভূক্ষুর হাহাকার৷

শোষকের নির্মম শোষন৷

গ্রাম থেকে শহর সর্বত্রই—

মৌনতার মিছিল৷

মায়াহীন অবিচার,বঞ্চনার ছবি৷

 

কখনওবা সবুজ সুষমায় ভরে ওঠে মন;

খুঁজে নিই বেঁচে থাকার রসদ৷

জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো রক্তরাঙা

মানুষের নিস্পলক চাহনি—

সমাজকে বাকরুদ্ধ করে৷

একদিন বোবা মুখের সদ্য উচ্চারিত স্বরবর্নে

আকাশ বাতাস মুখরিত হবে৷ 

তৃপ্ত হবে অতৃপ্ত মনের বাসনা৷