Samokal Potrika

১.অনুক্ষণ

 স্বপ্নের জালে বন্দি হয়ে

ভিজে যাই অনুক্ষণ

বিষাক্ত প্রেমের জলে।

 

অনুক্ষণ হুল ফুটায়

বন্ধুত্বের বিশ্বাসঘাত।

 

অনুক্ষণ তোমার প্রেম

নীল চুম্বন এঁকে দিয়ে 

যায় সমস্ত শরীরে।

 

কোমল মাতৃত্ব 

তীব্র লালসার বশে

ক্ষত-বিক্ষত হয়

সন্তানের হাতে।

 

তবু অনুক্ষণ, সময়

তোমার বন্ধ্যা গর্বে

প্রেমের পদ্ম ফোটে।

 

২. রিতুদা কে

 

স্বপ্নসুখে বন্দি হয়ে

ঘুমোচ্ছে সবাই অকাতরে।

মাঝরাতে হঠাৎ, 

নেড়ে উঠে কড়া।

 

ঘুম ভাঙা নিজেকে

মেলে দিল নতুন স্পন্দে

দুরু দুরু করছে বুক

শিরায় পড়েছে টান।

 

দু'হাত ভরে খুলে দিলাম দ্বার।

রাতের স্বপ্ন মিশে গেছে কুয়াশায়

তুমি নয়, এসেছে তোমার চিত্রাঙ্গদা।