Samokal Potrika

সম্পর্কের সূতো ছিড়ে গেছে বছরখানেকেই

চেতনার অমিল শানিত করেছে পারস্পরিক দোষারোপ

শপথের দৃঢ় মুঠো আলগা হয়ে বালির মত 

ঝরে গেছে গচ্ছিত স্বপ্ন ।

পরিকল্পনা-স্তরে থেমে গেছে পরবর্তী পথ ।

নদীর ওপারে সূর্য হাসে, জ্যোৎস্না ঝরে

তোমার উঠোনে।এপারে কুয়াশায় ঢেকে যায়

আমার পরিত্যক্ত পুরোনো বন্দর

সৈকতে পাথরে নুড়িতে এঁকে চলি বিরহ-ছাপ ।

 

পরিবর্তিত পরিস্থিতিতে তুমি বেশ সাবলীল

জীবনের নিজস্ব ছন্দে মানানসই

গ্রহন ও প্রত্যাখ্যানের সুচতুর নিয়ম

আয়ত্ত করে নিয়েছ কৌশলী অভ্যেসে ।

বেদনা-ক্লেদ নিয়ে প্রতিদিন জীবনের সাথে

আমার নতুন পরিচয়

তবুও অবাধ্য ইচ্ছেরা কখন যেন আনমনে

তোমার সম্মুখে নতজানু বসে থাকে।