Samokal Potrika

সম্পর্ক, প্রথম কবিতার মতো নির্মল
দেখা হল না
ঠোঁট উলটানো এবং সহজ হাসি
এক মুহূর্তে অভিমান গলে জল ।

সম্পর্ক । সংজ্ঞা দাও হে বাস্তুজ্ঞান
পথে দেখা হলে
পথের বাস্তু । ক্রসিং এর পারাপারে
কথা হোক পারের বদলে ।

মিনিট দু'এক । অনেক সময়
কথা নেই , তাই
প্রয়োজন আবহের গান
ধাতস্থ হলে বন্ধু , শুধরোবে গানের বানান ।