Samokal Potrika

          যেতেই হবে একদিন প্রকৃতির লয়ে
            মুছে যাবে সাজানো তাজমহল।
          ঝড়ের দাপটে ভাঙা নিঃশ্বাসও 
             কিসের অহংকার
            সরু শীর্ণ সুতোই..
             আত্মীয়তার মায়াটান।
  হিংসার কালো মুখোশে দিনরাত কালবৈশাখী
              ছন্নছাড়া কিছু বিষন্ন মুখ
                  অসহায়ের ভিড়ে।
  কালো কার্বনে শুকনো মানবিকতা ভাইরাস।
        বিলাসিতায় ঘুঙুরের ঝংকার
           আঁকড়ে ধরা চাঁদের গল্প
         বাঁকা ভ্রুর টেরচা চোখের চাহনি।
         চোখের জলে লেখা ইতিহাস
             শুধু নীরব সাক্ষী।