Samokal Potrika

অহমিকার দেওয়াল ভাঙো

চাঁদের বুক থেকে একফালি

জোস্না ছেঁচে সোহাগ করো।

আকাশস্পর্শী ডানা মেলে-

বাষ্পের তোরঙ্গ ভরাও।

 

শূন্য শয্যায় বেহুঁশ প্রেম 

শেকড়ের নিচে চুঁয়ে ঢোকে প্রহসন।

নিভৃত শরীরে শ্যাওলা জমে,

কান্নার ছন্দ পাক খায় বাতাসে

মেঘলা হৃদয় নোঙর করে শ্মশানে,গোরস্তানে।

 

জঙ্ ধরা আর্তনাদ রাতের জৌলুষ বাড়ায়!

বহু-গুনিতঙ্কের নিচে চূর্ণ হয় বেঁচে থাকা।