Samokal Potrika

অন্য ঋণের সাতসকালে,

কালো মানুষের ছাল

তোমার দেহে গাছ পুঁতেছে,

শুকনো লংকা'র ঝাল।

 

বাকি যুগের হিসেব খাতা,

সাইরেন-এ কফি মাগ

কলমপেষা জীবিকা তোমার,

আমার দেশ ভাগ।

 

কড়িবরগায় নকশালবাড়ি,

আসমুদ্র হিমাচল

ছন্দ হারুক তোমার নিচে,

আমার কর্মফল।

 

কাল কিশোরী'র রান্নাবাটি,

ইছামতি'র কূল

তোমার ওজোন্ বাড়ছে খুব'ই,

আমার ভাতে ভুল।

 

তোমার ছবি দ্য ভিঞ্চি মুখ,

শ্রমিক শ্রেণি'র ঝি

তোমার চোখের আন্দোলনে,

পতাকা ধরেছি।